বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত জনশক্তি তৈরি হবে যা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে। বাকৃবির স্বতন্ত্রতা ও আদর্শ বজায় রাখতে আমরা গুচ্ছ থেকে বের হয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবো।
শুক্রবার (২৫ অক্টোবর) পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এদিন বেলা ১১ টায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। একযোগে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার মধ্যে বাকৃবিতে আসন ছিল ১২ হাজার ৬৩৪ জন, যা সর্বোচ্চ।
বাকৃবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব অনুষদ, করিম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ মোট ২০টি অঞ্চলে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাবিষয়ক সব পূর্বপ্রস্তুতি আমরা নিয়েছিলাম।
ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পরপরই পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ পরিদর্শনে যান বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ বাকৃবি প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট এবং ময়মনসিংহ জেলা পুলিশ।