দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মেধা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়গুলোর অপশন দেয়া ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। গত ২৫ অক্টোবর ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশের সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ নভেম্বর মেধা তালিকার প্রার্থীদের প্রাপ্ত বিষয়/অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে। ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মেধা তালিকার প্রার্থীদের অনলাইনে নির্ধারিত স্থানে দেয়া নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জনতা ব্যাংক চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখায় পরিচালিত হিসাব নম্বরে জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।
১৮ নভেম্বর প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয়/অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে।
৯ থেকে ১২ ডিসেম্বর ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি'র সঙ্গে আগে জমা করা ১০ টাকা সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করতে হবে।
এর কোনো ব্যত্যয় হলে সেই শিক্ষার্থী তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) পাওয়া যাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।