দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউলি করিম চৌধুরী বলেছেন, একাডেমিক পড়াশোনার পাশাপশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চা মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটায়। শিক্ষার্থীরা কেবল পড়লে হবে না, তাদের যোগ্য মানুষ হয়ে উঠতে হবে। এজন্য প্রয়োজন সংস্কৃতিচর্চা-সাহিত্য।
সোমবার চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী নবীণবরণ অনুষ্ঠান শুরু হয়।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, সংস্কৃতিচর্চা উন্নত মনন গঠন করে, গড়ে তোলে আদর্শ মানুষ। আমাদের প্রত্যাশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা সংস্কৃতিবান মানুষদের নেতৃত্বে আরো বেগবান হবে বলে। বঙ্গবন্ধুর ক্ষুদামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলার স্বপ্নপূরণ হবে শিক্ষার্থীদের হাত ধরে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাজেরা-তজু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিকী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী, হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, উপাধ্যক্ষ এস এম আইয়ুব, হাজেরা-তজু ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. কুতুব উদ্দিন, প্রাক্তন ছাত্র মোসাদ্দেকুল ইসলাম।
অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজের মোজাহিদুল ইসলাম চৌধুরী ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম ছাত্রদের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশপ্রেমিক হয়ে দেশকে এগিয়ে নিতে ভালো লেখাপড়ার বিকল্প নেই। তাই পাঠদানে মনোযোগী হয়ে কলেজকে ও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।