কেলেঙ্কারি-প্রশ্নফাঁস-শ্লীলতাহানির অভিযোগ আটকে আছে তদন্ত কমিটিতেই - দৈনিকশিক্ষা

কেলেঙ্কারি-প্রশ্নফাঁস-শ্লীলতাহানির অভিযোগ আটকে আছে তদন্ত কমিটিতেই

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন গুরুতর অপরাধের ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য তদন্ত কমিটি গঠন করেই মাসের পর মাস পার করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ভুক্তভোগী ও যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয় তাকেও বিভিন্ন কারণে চাপে থাকতে হয়। গত ১০ মাসের ঘটনা খুঁজে দেখা যায় শ্লীলতাহানি, নারী কেলেঙ্কারি কিংবা প্রশ্নফাঁসের ঘটনার মধ্যে সমাধান হয়েছে মাত্র কয়েকটি। গত ১০ মাসের মধ্যে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা দেখে নেয়া যাক। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্রীকে প্রশ্ন সরবরাহের অভিযোগে বিভাগের শিক্ষক জুয়েল কুমারের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।এতে আহ্বায়ক ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.আবুল হোসেন ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ড. মো. মনিরুজ্জামান খন্দকার।

৩ অক্টোবর তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহজাহান জানান,শিক্ষক জুয়েল কুমার সাহার নামে অভিযোগের তদন্তের কাজ মোটামুটি শেষের দিকে আছে। শেষ হলেই জমা দেয়া হবে।

গত ১৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে এক আবাসিক শিক্ষার্থীকে তিন ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক  ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ ও সহকারী প্রক্টর শাহনাজ পারভীন।

ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তৎকালীন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড.আইনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, প্রতিবেদনটি অনেক বড় হওয়ায় সময় লাগছে। তবে তখন ছাত্রকল্যাণ পরিচালক ছিলাম বিধায় আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল। এখন আমি তদন্ত কমিটিতে থাকছি কিনা সেটি জেনে নিতে হবে। তদন্তের কাজ শেষ। প্রতিবেদন লেখা হচ্ছে।

এছাড়া গত জুন মাসে জবি কর্মকর্তা কাজী মনিরের বিরুদ্ধে টেন্ডার-চাষাবাদের অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো.আশরাফ-উল-আলম-আলমকে আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো.আইনুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। কাজী মনিরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.মো.আশরাফুল আলম এখনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেন নাই।

৩১ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিক্যাল সেন্টারে চিকিৎসাসেবা নেয়ার সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এবং ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শাখা ছাত্রলীগের নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের হাউজ টিউটর ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকার ও সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মাঝে সমাধান করে দেয়াতে অধিকতর তদন্তের দরকার হয়নি।

২৮ আগস্ট জবি ছাত্রলীগ কর্মী ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সর্বশেষ সভাপতি সাইদুল ইসলাম সাঈদ কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড.শাহ মো. নিসতার জাহান কবিরকে হুমকির ঘটনায় তাৎক্ষনিক তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

সেই ঘটনায় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার সাহাকে আহ্বায়ক ও ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত উল্লাহ তুর্কিকে সদস্য সচিব করে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অপর সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। 

ঐ ঘটনায় জবি ডিবেটিং সোসাইটি থেকে অব্যাহতি প্রাপ্ত সভাপতি সাঈদুল ইসলাম সাঈদের মাধ্যমে হেনস্তার অভিযোগের তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত রয়েছে। আগামী সপ্তাহে রিপোর্ট জমা দিবেন বলে প্রতিবেদককে জানিয়েছেন অধ্যাপক ড.অশোক কুমার সাহা।

সর্বশেষ সেপ্টেম্বর মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসীর বিরুদ্ধে লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডিন মনিরুজ্জামান খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক নীল উৎপল সরকার, নীগার সুলতানা ও সহকারী প্রক্টর রেজাউল হোসাইনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। গণিত বিভাগের শিক্ষক মাণিক মুন্সীর বিরুদ্ধে নারী কেলেংকারি অভিযোগ তদন্তের জন্য আরো সময় লাগবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক  অধ্যাপক ড. মনিরুজ্জামান।

এছাড়াও ২০২২ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স (আইকিউএসি) সেলে কাঁচের দরজা ভেঙে চুরির ঘটনায় তদন্ত কমিটি হলেও পরবর্তী ফলাফল জানে না কেউ। বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সবকিছু দ্রুত করতে গেলে অনেক কিছুই বাদ পড়ে যায় তাই হয়তো কিছুটা সময় নিয়ে এই কাজগুলো করতে হয়।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0033018589019775