কোটা আন্দোলনে সহিংসতা: ১৪ বিশ্ববিদ্যালয়ের ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা - দৈনিকশিক্ষা

কোটা আন্দোলনে সহিংসতা: ১৪ বিশ্ববিদ্যালয়ের ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের সহিংসতায় দেশের ১৪ বিশ^বিদ্যালয়ে আর্থিক মূল্যে ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা। এর মধ্যে সরকারি ১১ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৯ কোটি এবং বেসরকারি তিন বিশ^বিদ্যালয়ে ৩ কোটি টাকা। তবে এখনো সব বিশ^বিদ্যালয়ের ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ শেষ হয়নি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেওয়া বিশ^বিদ্যালয়গুলোর তথ্যে গতকাল রবিবার পর্যন্ত ক্ষতির এ চিত্র পাওয়া গেছে। ইউজিসির তথ্য অনুযায়ী, দেশে সরকারি বিশ^বিদ্যালয়ের সংখ্যা ৫৫টি এবং বেসরকারি বিশ^বিদ্যালয়ের সংখ্যা ১১৪টি।

ইউজিসি জানিয়েছে, মোট ক্ষতির পরিমাণ নিরূপণে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে ক্ষতির বিবরণ চাওয়া হয়েছে। কিছু বিশ^বিদ্যালয় তথ্য দিয়েছে। এখনো অনেক বিশ^বিদ্যালয় তাদের ক্ষতির পরিমাণ চূড়ান্ত করতে পারেনি।

বিশ^বিদ্যালয়গুলো ক্ষতিপূরণ প্রসঙ্গে ইউজিসির সচিব ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্ষতির পরিমাণ এবং তথ্য জানিয়ে বাজেট বরাদ্দ চেয়েছে। সে অনুযায়ী তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

ইউজিসিতে দেওয়া তথ্যানুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সবচেয়ে বেশি ক্ষতির আর্থিক মূল্যে প্রায় ১৫ কোটি টাকা। এ বিশ^বিদ্যালয়ের ১০টি হলের ২২৬টি কক্ষের আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম, ভিসি ভবনের ২টি গেট, ৩টি এসি, জানালার গ্লাস, প্রশাসনিক ভবনসহ অন্য কয়েকটি ভবনের ৫৬টি সিসি ক্যামেরা, জানালার গ্লাস, ২টি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ৮টি গাড়ি ভাঙচুর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষতির পরিমাণ ৪ কোটি ৯২ লাখ ৯৫ হাজার টাকা। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের কক্ষ, প্রশাসনিক ভবনগুলোর দরজা-জানালা, গেট, বৈদ্যুতিক পাখা, সুইচ বোর্ডসহ বেশ কিছু কক্ষে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্ষতির পরিমাণ ৪ কোটি ৪ লাখ ৫ হাজার ৫০০ টাকা। বিশ^বিদ্যালয়ের ১০টি হল এবং সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্থিক ক্ষতি ৫৬ লাখ টাকা; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৫৪ লাখ টাকা; দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ লাখ টাকা; চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার টাকা; রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৩ কোটি ১৯ লাখ ৬৬০ টাকা; বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৫০ লাখ টাকা; ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ৫০ হাজার টাকা; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্ষতি ৩ কোটি : বেসরকারি বিশ^বিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ জানিয়েছে, তাদের ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি ২ লাখ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ১ লাখ টাকা ক্ষতির কথা জানিয়েছে।

বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, নতুন আইনের খসড়া দেখুন - dainik shiksha বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, নতুন আইনের খসড়া দেখুন থানায় হামলা: দুই দিনের রিমান্ডে ১২ শিক্ষার্থী - dainik shiksha থানায় হামলা: দুই দিনের রিমান্ডে ১২ শিক্ষার্থী জাতীয় শোক দিবসে ভিডিয়োচিত্র তৈরি প্রতিযোগিতা - dainik shiksha জাতীয় শোক দিবসে ভিডিয়োচিত্র তৈরি প্রতিযোগিতা কোটা আন্দোলনে সহিংসতা: ১৪ বিশ্ববিদ্যালয়ের ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা - dainik shiksha কোটা আন্দোলনে সহিংসতা: ১৪ বিশ্ববিদ্যালয়ের ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা কোটা আন্দোলনে সংঘর্ষে নিহতদের স্মরণে দেশব্যাপী শোক আজ - dainik shiksha কোটা আন্দোলনে সংঘর্ষে নিহতদের স্মরণে দেশব্যাপী শোক আজ ফের বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেয়ার উদ্যোগ - dainik shiksha ফের বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেয়ার উদ্যোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.003183126449585