ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, কোটা সংস্কার নিয়ে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা উদ্বেগজনক। যত শিগগির সম্ভব এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। হাই কোর্টে যে রায় দেওয়া হয়েছে এবং ছাত্ররা প্রশাসনের কাছে যে দাবি তুলেছে-এমন অবস্থায় আলোচনার টেবিলে বসে সমাধানের চেষ্টা করা সবচেয়ে ভালো উপায়। শুক্রবার (১৩ জুলাই) সাংবাদিকদের দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
অধ্যাপক ফায়েজ বলেন, তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ। সবচেয়ে মেধাবীরাই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। তাদের সম্মানের জায়গায় রেখে আমাদের ভবিষ্যতের সম্ভাবনার দ্বার উন্মুক্ত রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে তাদের সম্মান দেখানোর যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগানো উচিত। তিনি আরও বলেন, ছাত্ররা আলোচনায় বসতে চায় এটি অত্যন্ত ইতিবাচক দিক। যত দ্রুত সম্ভব এটিকে গ্রহণ করে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে। হাই কোর্ট তার রায় দিয়ে বলেছেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে। সংবিধানও একই কথা বলছে। সরকারের পক্ষ থেকেও ছাত্রদের মনোভাব সর্বোচ্চ বিবেচনায় রাখতে হবে। দেশের স্বার্থে উভয় পক্ষকে উদার মন নিয়ে সুন্দর একটি সমাধানের চেষ্টা চালাতে হবে। এর মধ্য দিয়ে সবার মধ্যে আস্থার জায়গা ফিরে আসবে।