দেশের নাগরিকদের প্রতিবাদ বা বিক্ষোভের নামে পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ করার কথা ভাবছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক ও সুইডেন।
নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগের কারণে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের বিষয়ে চিন্তা-ভাবনা করছে দেশদুটি।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
রবিবার এক বিবৃতিতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, ডেনিশ সরকার আইনি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে যা ডেনমার্কে অন্যান্য দেশের দূতাবাসের সামনে পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানো বন্ধে সক্ষম হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, দূতাবাসের সামনে কোরআন পোড়ানো চরমপন্থা এবং ঘৃর্ণিত কাজ। কয়েকজন বেপোরোয়া ব্যক্তি এই কাজ করেছে। এই কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ড গোটা ড্যানিশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না।
অন্যদিকে রবিবার আরেক পৃথক বিবৃতিতে, সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, তিনি ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন এবং সুইডেনেও ইতিমধ্যে একই ধরণের প্রক্রিয়া চলছে।
ইনস্টাগ্রামে এক পোস্টে ক্রিস্টারসন বলেন, “আমরা ইতোমধ্যেই পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানো বন্ধ করতে আইনি পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করেছি। আমাদের জাতীয় নিরাপত্তা এবং সুইডেন ও বিশ্বজুড়ে সুইডিশদের নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা বিবেচনা করার জন্য এটি করা হচ্ছে।