মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে চাঁদপুরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে গতকাল রোববার থেকে এ আন্দোলনে নেমেছেন বেসরকারি স্কুল শিক্ষকরা।
আজ সোমবার চাঁদপুর শহরের ডিএন হাই স্কুল, লেডি দেহলভী স্কুল, মধুসূদন হাই স্কুল, গনি আদর্শ উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা গেছে এসব স্কুল চত্বরে বিরাজ করছে সুনসান নীরবতা। খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষকদের আন্দোলনের কারণে এসব স্কুলে দু’দিন ধরে ক্লাস বন্ধ রয়েছে। বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছে কয়েক হাজার শিক্ষার্থী।
বাংলাদেশ শিক্ষক সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং চলমান আন্দোলনে জেলা কমিটির আহবায়ক গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন জানান, সরকারিকরণের দাবিতে সারা দেশের ন্যায় চাঁদপুরে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে তালা ঝুলছে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষকরা । তিনি বলেন, একই সঙ্গে ক্লাস বর্জন কর্মসূচিও পালন করছেন তারা।
মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, মাধ্যমিক স্কুলগুলো সরকারিকরণের ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে।