শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেলেন এক শিক্ষক। হঠাৎ সেখানে তিনি মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৌদি আরবের সীমান্ত শহর আরারের একটি স্কুলে এ ঘটনা ঘটে। খবর গালফ নিউজের
৪৪ বছর বয়সী ওই নারী স্কুল শিক্ষকের নাম আসিয়া আল এনাজি। শিক্ষার্থীদের সামনেই তিন মাথা ঘুরে পড়ে যান। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থায় ভুগছিলেন।
শিক্ষার্থীদের ক্লাস নেয়ার এক পর্যায়ে তার মাথা ঘুরে যায়, পরে মাথা ব্যথা শুরু হলে বমিও করেন তিনি। সৌদির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়।
উত্তর সীমান্তের গভর্নর প্রিন্স ফয়সাল বিন খালিদ স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষকে তার কাজের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রয়াত ওই শিক্ষকের নামে একটি শিক্ষা প্রশিক্ষণ হলের নামকরণের নির্দেশ দিয়েছেন।
গত আগস্টে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একজন গণিত শিক্ষকের মৃত্যু হয়। বছরের শুরুতে তিনি ক্লাস নিতে গেলে হার্ট অ্যাটাক করে মারা যান।