বরিশালের বাবুগঞ্জে পরীক্ষা চলাকালে খাতা না দেখানোয় এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে কয়েক পরীক্ষার্থীর বিরুদ্ধে। আহত ওই পরীক্ষার্থী হলো বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মো. সিহাব আহম্মেদ। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিহাবের স্বজনদের সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে সিহাব। গত রোববার বেলা ২টার দিকে পরীক্ষাকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় তাকে মারধর করা হয়। সিহাবের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে মারধরকারীরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী ধাওয়া করে এক ছাত্রকে ধরে বিমানবন্দর থানা-পুলিশে সোপর্দ করেন।
আহত শিক্ষার্থীর বাবা ইকবাল হোসেন স্বপন হেরচর ক্ষুদ্রকাঠি কাজল খান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বলেন, ‘আমার ছেলে ও আমার বোনের ছেলে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাকেন্দ্রের একই কক্ষে চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও পরীক্ষা দিচ্ছে। একই কক্ষে পাশাপাশি বসায় ওরা আমার ছেলেকে খাতা দেখাতে বললে সে মানা করে। পরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওরা আমার ছেলে, আমার বোন ও ভাগনেকে মারধর করে। ওদের হামলায় আমার ছেলের হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।’
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।