কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বিজয় দিবস উপলক্ষে ‘বিশেষ খাবারের’ টোকেন বণ্টনের দায়িত্ব নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মারামারি হয়। এর আগে দুপুর ২টার দিকে দায়িত্ব বণ্টন নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের শান্ত গ্রুপের সদস্য বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের আবাসিক শিক্ষার্থী রবিউল আলম রিয়াজ ও আলভীর ভূইয়াসহ একই গ্রুপের একাধিক সদস্য, হলের আরেক ছাত্রলীগ নেতা এনায়েত উল্লাহ গ্রুপের সদস্য বিশ্বিবিদ্যালয়ের ১৩তম আবর্তনের আবাসিক শিক্ষার্থী রবিন দাসকে ‘মারধর’ করেন ও ভবনের চারতলা থেকে ‘ফেলে দেওয়ার’ চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা কাজ শুরু করেছেন। তবে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মারামারি করে তাদের দুই গ্রুপই নিজেদের মধ্যে সমাধান করার জন্য সময় চেয়েছে। তা ছাড়া হলের সিসিটিভি ক্যামেরার সাহায্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দেওয়া হবে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’