মামলার বাদীসহ অন্য সাক্ষীদের সাক্ষ্য না নিয়ে শুধু তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়েই একটি চাঁদাবাজির মামলায় তৃতীয় লিঙ্গের চারজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ রায় প্রদান করেন। এরপর তাদের প্রত্যেককে বিচারক একটি করে কম্বলও উপহার দিয়েছেন। খালাস পাওয়ারা হলেন আলো, শারমীন, মিম ও রুমা।
জানা যায়, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় গত বছরের ১৪ আগস্ট মামলাটি করেন আবদুর রহিম নামে জনৈক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, তার মেয়ে ও বাসার এক ভাড়াটিয়ার বাচ্চা হলে এলাকার তৃতীয় লিঙ্গের কয়েকজন এসে ১১ আগস্ট তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করে। ১৪ আগস্ট আবারও তারা ওই বাসার সামনে গিয়ে টাকার দাবিতে হইচই করে। এক পর্যায়ে জোর করে তৃতীয় লিঙ্গের কয়েকজন বাড়ির ভেতরে ঢুকে দাবি অনুযায়ী ১০ হাজার টাকা না দিলে বাদীর নাতনিকে নিয়ে যাবে বলে হুমকি দেয়।
বাদী তাদের শান্ত করার জন্য দরজা খুলে বাইরে বের হলে তৃতীয় লিঙ্গের এই মানুষরা তাকে আটকে জোর করে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর আরো ৭ হাজার টাকা দেওয়ার জন্য জবরদস্তি করতে থাকে। বাধ্য হয়ে ওই বাসার ভাড়াটিয়া ফজলুল করিম চৌধুরী পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশের টহল দল এসে তাদের উদ্ধার এবং ৪ আসামিকে গ্রেপ্তার করে।