খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার আগে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, মহানবী সা. বলেছেন- আমাদের সব সময় প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা উচিত। সাম্প্রতিক সময়ে সৃষ্ট বন্যায় দুর্গতদের পাশে যেভাবে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন এটাকে আমি মনে করি রাসূল সা. এর শিক্ষা। আমাদের সব সময় এমন থাকতে হবে। একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। মহানবী সা. এর জীবনীর উল্লেখ্যযোগ্য দিক নিয়ে আলোচনা ও পরে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে চলতি রবিউল আউয়াল মাসের মধ্যে হামদ্-নাত ও কেরাত প্রতিযোগিতা আয়োজন করা হবে।