দৈনিক শিক্ষাডটকম, খুবি : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রিপেয়ার্ডনেস ফর প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশন শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার সমাপনী সোমবার আইকিউএসি’র প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি পর্যালোচনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার রিসোর্স পারসন ও সংশ্লিষ্ট কমিটির সদস্য প্রফেসর ড. মো. সারওয়ার জাহান ও সদস্য সচিব আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম এবং মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে গত ২৭ মার্চ এই কর্মশালা শুরু হয়। পরবর্তীতে ২৮, ৩১ মার্চ ও ১ এপ্রিল প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি) এর সভাপতি ও সদস্য, ডিসিপ্লিন প্রধান ও ডিসিপ্লিন প্রধানের পরবর্তী জ্যেষ্ঠতম শিক্ষক অংশগ্রহণ করেন ও স্ব স্ব ডিসিপ্লিনের অ্যাক্রেডিটেশন প্রস্তুতি কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন।