কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, গণগ্রেফতার, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (৩১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানান তারা। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এরআগে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে থেকে একটি প্রতিবাদী র্যালি বের করেন শিক্ষকরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন ছিল যৌক্তিক। সেই দাবি দেরিতে হলেও মেনে নেয়া হয়েছে। তবে মাঝখান থেকে ঝরে গেছে অনেকগুলো তাজা প্রাণ। এখন এই রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের মানবিক বাংলাদেশ গঠন করতে হবে।
এ প্রাণহানির সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি কারফিউ তুলে দিয়ে অবিলম্বের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।