দিন হোক বা রাত, রোদ থাক কিংবা বৃষ্টি— দায়িত্ব পালনে অবিচল থাকতে হয় ট্রাফিক পুলিশদের। কারণ তারাই নিয়ন্ত্রণ করেন শহরের যানবাহন। পথে নামা সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বও তাদের হাতেই। আর সেই ট্রাফিক পুলিশদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের গুজরাতের আহমেদাবাদ সিটি ট্রাফিক বিভাগ।
পরীক্ষামূলকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) হেলমেট ব্যবহার শুরু করল তারা। ইতোমধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী ব্যবহার করছেন ওই হেলমেট। যা মাথা যেমন ঠাণ্ডা রাখছে, তেমনই ধুলো থেকেও রক্ষা করছে।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন ৫০০ গ্রাম। চলে ব্যাটারিতে। একবার চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করে। নয়ডার সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই হেলমেট। তারা জানিয়েছে, পরিবেশ থেকে বাতাস নিয়ে তাকে পরিশুদ্ধ করে হেলেমেটের ভেতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্যে কাজ করে একটি মোটর। পাশাপাশি প্লাস্টিকের হেলমেট রোদ-বৃষ্টি থেকেও মাথা বাঁচাবে।
আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। আপাতত পরীক্ষামূলকভাবে ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন। এক ট্রাফিক কনস্টেবলের বক্তব্য, এসি হেলমেট দারুণ। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।