অতিরিক্ত গরমের কারণে নেপালের তুলসীপুর সাব-মেট্রোপলিটন সিটির স্কুলগুলো পাঁচ দিন বন্ধ থাকবে। গত কয়েকদিন ধরে ক্রমাগত ক্রমবর্ধমান তাপের কারণে শিক্ষার্থীরা স্বাস্থ্যগত জটিলতার সম্মুখীন হতে শুরু করায় ৩১ মে থেকে এই বন্ধের ঘোষণা আসে।
এ বিষয়ে সামাজিক উন্নয়ন কমিটির সমন্বয়কারী মান বাহাদুর রাওয়াত বলেন, স্কুলগুলোকে তাদের পাঠদান কার্যক্রম আগামী ৪ জুন অবধি বন্ধ রাখতে বলা হয়েছে।
সাব-মেট্রোপলিটন সিটির শিক্ষা বিভাগের প্রধান চক্র বাহাদুর ভান্ডারী বলেন, ডাং জেলার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করায় পৌর শিক্ষা কমিটির বৈঠকে তুলসীপুরের সমস্ত কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক স্কুল পাঁচ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রাপ্তি পল্লী পৌরসভার স্কুলগুলো অত্যধিক গরমের কারণে বৃহস্পতিবার থেকে থেকে দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।