নীলফামরীর ডোমারে গলায় পান-সুপারি আটকে গিয়ে জাবেদ আলী (৪৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের উত্তর মটুকপুর মৌজা পাঙ্গা গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
জাবেদ আলী একই গ্রামের মৃতঃ আছিমুদ্দিনের ছেলে ও মনিহারীপাড়া গার্লস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
পাঙ্গা মটুকপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু দৈনিক শিক্ষাডটকমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত জাবেদ আলীর বড় ভাই আবু তাহের দৈনিক শিক্ষাডটকমকে জানান, বাড়িতে সকালে নাস্তা খেয়ে পান-সুপারি মুখে দিয়ে বাজারের উদ্দেশে বের হওয়ার সময় তার গলার ভেতর সুপারি আটকে যায়। এসময় তার চিৎকারে আমরা এগিয়ে এসে অনেক চেষ্টার পরও গলা থেকে সুপারি বের করতে পারিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাবেদ আলীর মৃত্যুর খবরে সমগ্র ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী পুসিদা আকতার স্বামীর মৃত্যুর সংবাদ শুনে বার বার মুর্ছা যাচ্ছেন।
স্থানীয়রা জানান, রোজার পরে বাড়ি করবেন বলে বাড়ীতে ইট এনে রেখেছেন তিনি।
বাদ আছর স্থানীয় ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।