গাঁজা ও হিরোইনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ।
ওসি শেখ মোবারক পারভেজ বলেন, ক্যাম্পাসে মাদক সেবন ও সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় অভিযান চলছে। মাদকসহ শান্ত আটক হয়। পরে মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মাদক অভিযান চলবে।
গ্রেফতারকৃত সাকিব রহমান শান্ত নগরীর কাজলা বউবাজার এলাকার মৃত বদিউজ্জামান বকুলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককালে শান্তর কাছে ২০ গ্রাম গাঁজা ও তিনগ্রাম হেরোইন পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ খান বলেন, ক্যাম্পাসে মাদকের ভয়াবহ চিত্র প্রতিনিয়ত গণমাধ্যমে উঠে আসছে। শিক্ষার্থীরা মাদকের ছোবলে ঝড়ে পড়ছে। এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী কোন পদক্ষেপ নেই। এ ক্ষেত্রে ক্যাম্পাসের প্রহরীদের বিশেষ প্রশিক্ষণ সহ হটলাইন যোগাযোগ বৃদ্ধি এবং চিহ্নিত মাদক সেবন ও সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে মাদক সেবন ও সরবরাহ প্রতিরোধ তৎপরতা চালিয়ে যাচ্ছি।