গাছে কাফনের কাপড় পেঁচিয়ে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিকশিক্ষা

গাছে কাফনের কাপড় পেঁচিয়ে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাছ কেটে নতুন একটি অ্যাকাডেমিক ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশের সুন্দরবন নামক এলাকায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়।  

এর প্রতিবাদে বেলা সোয়া ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থলে যান শিক্ষার্থীরা। সেখানে ওই ইন্সটিটিউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরের নামফলক ভেঙে দেন তারা।

পরে দুপুর তিনটার দিকে একটি গাছের গুড়িতে কাফনের কাপড় পরিয়ে প্রতীকী লাশ বানান শিক্ষার্থীরা। সেটি কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূরে তামীম স্রোত বলেন, ‘এতগুলো গাছ কাটা হয়েছে, কিন্তু প্রশাসন নাকি এ বিষয়ে কিছু জানে না। তাহলে কি বহিরাগতরা এসে গাছ কেটে গেছে? আর যদি প্রশাসন না জেনে থাকে, তাহলে  বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তখন কী করছিল? প্রশাসন যদি আমাদেরকে জবাবদিহি না করে এবং আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা আরও বড় অবরোধ কর্মসূচিতে যাব। আমরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অপরিকল্পিত উন্নয়নকাজ বন্ধ করে দিতে বাধ্য হব।’

অন্যদিকে দুপুর দেড়টার দিকে আরেকদল শিক্ষার্থী যেখানে গাছ কাটা হয়েছে সেখানে নতুন ১১টি গাছ লাগিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ে প্রচলিত রীতি অনুযায়ী, গাছ কাটার আগে বৃক্ষকর্তন কমিটির কাছ থেকে অনুমতি নিতে হয়। এরপর কোন গাছগুলো কাটা হবে সেগুলো এস্টেট শাখার কর্মীরা চিহ্নিত করে নিজেরাই কেটে ফেলে। এরপর সেগুলো দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। তখন খালি জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করে কনস্ট্রাকশন কোম্পানি।

এ বিষয়ে এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, ‘আইবিএ থেকে গাছ কাটার অনুমতি চেয়ে আমাদের কাছে আবেদন করা হয়েছিল। সেটার কাজ প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু আজকে আমাদেরকে কিছু জানানো হয়নি। কাটা গাছগুলো আমাদের এখনো বুঝিয়ে দেয়া হয়নি।’

এ বিষয়ে আইবিএ’র পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, ‘গাছগুলো এস্টেট অফিসকে বুঝিয়ে দেয়া হবে। গাছগুলো ক্যাম্পাসেই থাকার কথা। কোথায় রাখা আছে আমি জানি না।’

রাতের আধারে গাছ কাটা হলো কেনো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওয়ার্কঅর্ডার যারা পেয়েছেন তারা গাছগুলো কেটেছে। তারা তাদের উপযুক্ত সময়ে গাছ কেটেছে।’

এইচএসসিতে বরিশাল বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২৯ - dainik shiksha এইচএসসিতে বরিশাল বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২৯ পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা - dainik shiksha পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা শিক্ষায় কী হলো তিন মাসে - dainik shiksha শিক্ষায় কী হলো তিন মাসে মাদরাসায় চলে যায় প্রাথমিকের ২৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী - dainik shiksha মাদরাসায় চলে যায় প্রাথমিকের ২৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক অবশেষে কপাল খুললো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদপড়াদের - dainik shiksha অবশেষে কপাল খুললো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদপড়াদের শিক্ষক নিবন্ধন ভাইভা: ১৫তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ১৫তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা - dainik shiksha গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! - dainik shiksha দপ্তরসহ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রীকে চালাতেন পিয়ন! ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! - dainik shiksha ৬১০ ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা অধিদপ্তরে নিয়োগ চূড়ান্ত! দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003593921661377