জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ কার্যক্রম শেষ হবে ২৯ সেপ্টেম্বর। এ ছাড়া আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে মাইগ্রেশন শেষ হচ্ছে।
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।