নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন ও বিজ্ঞপ্তি প্রকাশ না করায় পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধন শেষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি নিতে কমিটি গঠন ও সিন্ডিকেট সভার আহ্বান জানিয়ে উপাচার্যের কক্ষে অবস্থান নেন তারা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত ৬৪ তম বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে উপাচার্যের কক্ষে অবস্থান নেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, গুচ্ছ এমন একটি প্রক্রিয়া যা কোনো গবেষণা ছাড়াই আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এ চাপিয়ে দেয়ার ক্ষমতা কারো নেই। আর সবচেয়ে লজ্জার বিষয় হলো গত ১৫ মার্চ অ্যাকাডেমিক কাউন্সিলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার যে সিদ্ধান্ত হয় সে সিদ্ধান্তগুলো কার্যবিবরণে বিকৃতভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুচ্ছে অংশগ্রহণের ফলে আমাদের সেশনজট তৈরি হয়েছে তা আসলেই দুঃখজনক।
মানববন্ধনের পর উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আইনুল ইসলাম বলেন, উপাচার্য আমাদের আজকের দাবিগুলো মেনে নিয়ে আবারও ৫-৬ তারিখে বিশেষ একাডেমিক সভার আহ্বান করেছেন। ওই একাডেমিক সভায় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়ার জন্য একটি কেন্দ্রীয় কমিটি ও ইউনিটভিত্তিক কমিটি গঠন করে আগামী ৮ এপ্রিল সিন্ডিকেট সভায় সেগুলো উপস্থাপন করা হবে। আর গত অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তগুলো বিকৃতভাবে লিপিবদ্ধ করা হয়, সেটাও আমাদের উপস্থিতিতেই সংশোধন করে দেন উপাচার্য।
উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামী ৮ এপ্রিল সিন্ডিকেট আহ্বান করা হয়েছে। ওই সিন্ডিকেট সভায় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী চার দিনের আল্টিমেটাম দিয়ে ২ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন ও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত দাবি জানায়। নির্ধারিত সময়ে দাবি আদায় না হওয়ায় এ মানববন্ধন করেন শিক্ষকরা।