জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে গুচ্ছের ‘সি’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৯৫ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী।
গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
তিনি বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেন ১৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৫২৪৬ জন শিক্ষার্থী এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৬৭৫ জন।
সি ইউনিট তথা ব্যবসায় শিক্ষা বিভাগে মোট আবেদন জমা পড়ে ৩৯ হাজার ৮৬৪ টি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো সি ইউনিটে মোট আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬ টি যেখানে আসন প্রতি লড়েছে ১২ জন ভর্তিচ্ছু।