২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের (মানবিক) ফল তিন দিনের মধ্যে প্রকাশ করা হবে। রোববার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য ড. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের ২১ হাজার ৬৫ জনের মধ্যে ২০ হাজার ৫০১ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, যা শতকরা ৯৭ দশমিক ৩২ শতাংশ। সারা দেশে পরীক্ষায় কোনো অঘটন হয়নি, জালিয়াতির খবর আসেনি, সুষ্ঠু হয়েছে। এ পরীক্ষার ফল তিন দিনের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা আছে জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করার। ভর্তি পরীক্ষার ফল গুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এর আগে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। মানবিক শাখা ইউনিট বি থেকে ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
এদিকে গুচ্ছের 'এ' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ২৭ মে ও 'সি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। বিজ্ঞান শাখা অর্থাৎ এ ইউনিটে পরীক্ষা দিতে আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এছাড়া বাণিজ্য শাখা অর্থাৎ সি ইউনিটে ৩৯ হাজার ৮৬৫ জন আবেদন করেছেন।
ক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।