বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) গোপালগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে মানিকহার হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মোল্লা সভাপতি ও সুলতানশাহী কেকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যনিবাহী কমিটির মোট ৬১ সদস্য নির্বাচিত হয়েছেন কাউন্সিলে।
গতকাল শনিবার সকাল স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লুৎফার রহমান বাচ্চু।
এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার, শিক্ষক সমিতির ফরিদপুর অঞ্চলের সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মাহে আলম, সাধারণ সম্পাদক নীহার কান্তি বাছাড়।
সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুকান্ত চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নন্দলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক নাসির হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আকরামুজ্জামান, প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, ফরিদ আহমেদ মোল্লা, সহ.প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক মাহাবুর রহমান মহি, মনোজ বালা, সাগর সরকার, বেবী রানী বালা, আবু তাহের শেখসহ অনেকে।