গোপালগঞ্জ সদরের নিজড়া নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক প্রচার-প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফরহাদ শেখ।
এসময়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের চলমান উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল বিদ্যালয়ের সুনাম নষ্ট করতে নানা রকম অপপ্রচার চালিয়ে আসছে। কয়েক মাস আগে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ হয়। সকল নিয়ম মেনে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও ওই মহলটি উদ্দেশ্যমূলকভাবে নিয়োগের বিরুদ্ধে অপচেষ্টা চালায়। এছাড়া আমি নিজের অর্থায়নে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কাজ করি। এ নিয়েও ওই মহলটি নেতিবাচক কথা বলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ভৌমিক বলেন, গোপালগঞ্জ সদরের প্রত্যন্ত অঞ্চলে এ বিদ্যালয়টি অবস্থিত। এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবি ও নিম্ন আয়ের। অনেক শিক্ষার্থী দারিদ্রতার কারণে নিয়মিত বিদ্যালয়ের বেতন পরিশোধ করতে পারে না। ফলে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ওই শিক্ষার্থীদের বেতন মওকুফসহ ঝরে পড়া রোধে অন্যান্য সহযোগিতা করে থাকেন। গোপালগঞ্জের কাশিয়ানীর স্বর্গীয় চন্দ্রকান্ত বোস এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে স্কুলের একটি ঐতিহ্য রয়েছে। অথচ বিরোধিতা করে একটি মহল বিদ্যালয়ের সুনাম এবং ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।