পিরোজপুরের কাউখালীতে খালে গোসল করতে নেমে মো. ওবায়দুল্লাহ (১৪) নামের এক মাদরসা ছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। বুধবার উপজেলার সদরের গারতা খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্র ওবায়দুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামের বাসিন্দা ও কাউখালী কেন্দ্রীয় আলিম মাদরসার শিক্ষক জাকির হোসেনের ছেলে এবং গারতা এহইয়ায়ে উলূমূদ্দিন কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
ওই মাদরাসার মোহতারিম আ. মান্নান জানান, সকালে শিক্ষার্থীরা তাদের পাঠ সেরে ঘুমায়। বেলা সাড়ে ১১টার দিকে ঘুম থেকে উঠে ১৪-১৫ জন স্থানীয় গারতা খালের স্টিল ব্রিজ সংলগ্ন ঘাটে গোসল করতে যায়। এ সময় ওই শিক্ষক কামরুল ইসলাম খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওবায়দুল্লার ছোট ভাই সেফাত উল্লাহ তার সঙ্গে গোসলে নামে। হঠাৎ খালের ভাটার পানির সঙ্গে ওই ছাত্রটি নিখোঁজ হয়। পরে ওই শিক্ষক মাদরাসার মোহতারিমকে জানালে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।
উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মাকসুদুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে আমরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। উদ্ধার অভিযানের এক পর্যায়ে বেলা ২ টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ শিশুটির লাশ খাল থেকে উদ্ধার করে।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুটির লাশ উদ্ধার করেছে।