পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগের মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।একপর্যায়ে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন ট্রাম্প। মুক্তি পেয়ে তিনি আদালত প্রাঙ্গণ ছেড়ে গেছেন। খবর: সিএনএন ও দ্য গার্ডিয়ান’র।
নিউইয়র্কের ম্যানহাটনের আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা বেশ চিৎকার করে প্রশ্ন করলেও জবাব দেননি তিনি
প্রায় দুই ঘণ্টা আদালতে ছিলেন ট্রাম্প। আঙুলের ছাপ দেওয়া ও ছবি তোলাসহ কিছু কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি আদালত কক্ষে প্রবেশ করেন, অভিযোগ পড়ে শোনানো হয়, নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর তিনি নিজের গাড়িবহরে করে আদালত ছাড়েন।
আগামী ৪ ডিসেম্বর ট্রাম্পের উপস্থিতিতে এ মামলার শুনানি হবে।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগ শিগগিরই সংবাদ সম্মেলন করে এ সম্পর্কে সাংবাদিকদের জানাবেন।