দশটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও অডিটে গিয়ে ঘুষ দাবি করার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) শিক্ষা পরিদর্শক মুহাম্মদ মনিরুল আলম মাসুম। পালিয়ে বেঁচেছেন মাসুমের অপর সহকর্মী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা শেখ নুরুন্নাহার। সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে ঘটনাটি ঘটেছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মনিরুল আলম মাসুম গত ১০ বছর ধরে ঘুষের স্বর্গখ্যাত ডিআইএতে কর্মরত।
এর আগে গত ৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কোটা আন্দোলনকারী ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে নানা ধরনের স্লোগান দিতে দেখা গিয়েছিল ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও কটূক্তি করেছেন তিনি। ওই ঘটনার তিন মাস পর গতকাল পরিদর্শন ও নিরীক্ষার নামে ঘুষ চাওয়ায় পিটুনির শিকার হলেন সাবেক ছাত্রলীগের এই নেতা। মনিরুলকে লাঞ্ছনা ও মারধর করতে দেখেছেন এমন কয়েকজন দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ফখরুল ইসলাম জানান, দশটি প্রতিষ্ঠান অডিট করতে এসে এই কর্মকর্তা প্রকাশ্যে সবার কাছে ঘুষ দাবি করেন। এই ঘটনা জানাজানি হলে শিক্ষার্থী এবং স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মারধর করেন।
এ বিষয়ে চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নুসরাত জাহান জানান, নয়টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মারধর করেছেন। মনিরুল ইসলাম বিসিএস শিক্ষা ক্যাডার। আমাদের সরকারি কলেজটিও পরিদর্শন করেছেন কিন্তু আমাদের কারো ঘুষ চাওয়ার বিষয়টি জানা নেই।
গত ২২ আগস্ট ডিআইএর পরিচালক পদে নিযুক্ত হওয়া অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমের মতামত জানতে চাইলেও পাওয়া যায়নি।
শিক্ষা পরিদর্শক মনিরুল আলম মাসুম ফোন রিসিভ করেননি।