চট্টগ্রামে ১০ সরকারি স্কুলে প্রতি আসনের বিপরীতে ৬২টি আবেদন - দৈনিকশিক্ষা

চট্টগ্রামে ১০ সরকারি স্কুলে প্রতি আসনের বিপরীতে ৬২টি আবেদন

দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম |

সারাদেশের সরকারি স্কুলে অনলাইনে ভর্তি আবেদন শনিবার শেষ হয়েছে। আবেদন প্রক্রিয়ায় চট্টগ্রাম মহানগরের ১০টি সরকারি স্কুলের ২ হাজার ২৩৬টি খালি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩৬টি। এতে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৬২টি আবেদন পড়েছে।

ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে গভ. মুসলিম হাইস্কুলে। ওই স্কুলের প্রাত ও দিবা শাখায় ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২২ হাজার ৭৬৩টি। এরপর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ২১৬ আসনের বিপরীতে ২০ হাজার ২৫৯টি আবেদন জমা পড়েছে।

  

আগামী ১২ ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সারাদেশের ভর্তিচ্ছুদের সঙ্গে চট্টগ্রামে আবেদনকারী শিক্ষার্থীদের স্কুল ঠিক করা হবে। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। সারাদেশের সব আবেদন অনলাইনে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে জানা গেছে, ১০টি স্কুলে সবচেয়ে বেশি আসন রয়েছে পঞ্চম শ্রেণিতে। এতে আসন রয়েছে ১ হাজার ৪৬৪টি, এর বিপরীতে আবেদন পড়েছে ৮০ হাজার ১২৮টি। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় ৫৫টি আবেদন পড়েছে। ষষ্ঠ শ্রেণিতে ৪৫৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৩ হাজার ৬০৭টি। অর্থাৎ প্রতি আসনের জন্য আবেদন পড়েছে প্রায় ৯৫টি। নবম শ্রেণিতে আসন রয়েছে ২৯৩টি, আবেদন পড়েছে ১৩ হাজার ৪১৯টি। অর্থাৎ প্রতি আসনের জন্য আবেদন পড়েছে ৪৬টি। ১০টি স্কুলে মোট সংরক্ষিত আসন রয়েছে ৫৮টি।

তথ্য অনুযায়ী, গভ. মুসলিম হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ৮ হাজার ১৬৯টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৭টি; ষষ্ঠ শ্রেণিতে ১০ হাজার ৯৫১টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১১০টি এবং নবম শ্রেণিতে ৩ হাজার ৬৪৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ১০ হাজার ৩৬৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৭টি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১৩ হাজার ২৩৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৬টি; নবম শ্রেণিতে ৬ হাজার ৩০২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৮টি। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে আবেদন পড়েছে ৯ হাজার ১২২টি, আসন খালি রয়েছে ২১৮টি। 

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৮ হাজার ৩৯৫টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৬টি; ষষ্ঠ শ্রেণিতে ১১ হাজার ৮৬৪টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১১০টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৯ হাজার ৫৩৩টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৮টি; ষষ্ঠ শ্রেণিতে ৮ হাজার ৮৯৯টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৫ হাজার ১১৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি; ষষ্ঠ শ্রেণিতে ৮ হাজার ৭৭টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১০৯টি এবং নবম শ্রেণিতে ১ হাজার ৮১০টি আবেদন পড়েছে, আসন খালি আছে ৫০টি। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ৬ হাজার ৩৩২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২১৯টি; ষষ্ঠ শ্রেণিতে ৩ হাজার ৮১৬টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২০টি।

এদিকে হাজী মুহা. মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ৭ হাজার ৭৯টি আবেদন পড়েছে, আসন খালি আছে ১১০টি। চট্টগ্রাম সরকারি মডেল হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ২ হাজার ৭৮১টি আবেদন পড়েছে, আসন খালি আছে ৫১টি; অষ্টম শ্রেণিতে ১ হাজার ৭৮২টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২৪টি এবং নবম শ্রেণিতে ১ হাজার ৬৬৪টি আবেদন পড়েছে, আসন খালি আছে ২৬টি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরের ১০টি সরকারি স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার ২৩৬ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। এর বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩৬টি।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটির রায় স্থগিত - dainik shiksha ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটির রায় স্থগিত শ্রেণিকক্ষ এনজিওর কাছে ভাড়া, সেই শিক্ষককে শোকজ - dainik shiksha শ্রেণিকক্ষ এনজিওর কাছে ভাড়া, সেই শিক্ষককে শোকজ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি, সেই আদেশের কার্যকারিতা স্থগিত - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি, সেই আদেশের কার্যকারিতা স্থগিত সিডি ও নোট-গাইডের সঙ্গে জড়িতদের ধরতে কমিটি - dainik shiksha সিডি ও নোট-গাইডের সঙ্গে জড়িতদের ধরতে কমিটি অর্থনীতি নিয়ে শ্বেতপত্র শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো উচিত: প্রধান উপদেষ্টা - dainik shiksha অর্থনীতি নিয়ে শ্বেতপত্র শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো উচিত: প্রধান উপদেষ্টা স্কুলে ভর্তি আবেদন শেষ: ডিজিটাল লটারি ১২ ডিসেম্বর - dainik shiksha স্কুলে ভর্তি আবেদন শেষ: ডিজিটাল লটারি ১২ ডিসেম্বর ইএফটিতে বেতন: নতুন সময়সূচি এমপিও শিক্ষকদের তথ্য দেয়ার - dainik shiksha ইএফটিতে বেতন: নতুন সময়সূচি এমপিও শিক্ষকদের তথ্য দেয়ার কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0045280456542969