চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আধ্যাপক আমিরুল মোস্তফা।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এর আগে ফল জালিয়াতিতে জড়িত অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে এ পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। গত বছরের ১৯ অক্টোবর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থেকে সচিবের দায়িত্ব পান তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক আমিরুল মোস্তফা।
অধ্যাপক আমিরুল মোস্তফা ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন ১৯৯৬ খ্রিষ্টাব্দে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে প্রভাষক হিসেবে বান্দরবান সরকারি কলেজে কর্মজীবন শুরু করেন। পরে চট্টগ্রামে সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ ও সর্বশেষ আবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এ ছাড়াও অধ্যাপক আমিরুল মোস্তফা ২০১৭ খ্রিষ্টাব্দে কলেজের শুদ্ধাচার পুরস্কার, ২০২০ খ্রিষ্টাব্দে জাতীয় পর্যায়ে ইনোভেশন পুরস্কার অর্জন করেছেন।