চবিতে আবেদনের নতুন রেকর্ড - দৈনিকশিক্ষা

চবিতে আবেদনের নতুন রেকর্ড

চবি প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মোট আসন ৪ হাজার ৯২৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৪৪ (৪৩.৫১) শিক্ষার্থী।  

গত ৩০ মার্চ দুপুর ১২ টা থেকে গতকাল শুক্রবার রাত ১২ টা পর্যন্ত এ আবেদন জমা পড়েছে। তবে এদের মধ্যে সবাই আবেদনের ফি জমা দেননি। আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত আবেদন ফি জমা দিয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৪৫ জন। আগামীকাল রোববার রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন ফি দিতে পারবেন। তখন বিশ্ববিদ্যালয়ে মোট কতজন ভর্তি পরীক্ষা দিতে বসবেন বিষয়টি চূড়ান্ত হবে। 

আজ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।  

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ আবেদন জমা পড়েছিল ২০২০-২১ শিক্ষাবর্ষে। সেবার ১ লাখ ৯৫ হাজার ৭৯২ জন আবেদন করেছিলেন। সে হিসাবে এ বছর আবেদনের নতুন রেকর্ড হয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় আবেদনের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

কোন উনিটের কত আসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ৪টি ইউনিট ও ২টি উপইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ থাকে।

ইউনিটগুলোর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৫টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৬৪০টি, ডি ইউনিটে ৯৫৮টি। উপইউনিটের মধ্যে বি-১  ইউনিটে ১২৫টি ও ডি-১ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

কোন ইউনিটে কত আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এবার পরিবর্তন আনা হয়েছে। অন্য বছর এ ইউনিটের মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারতেন না। এবার এ সুযোগ থাকছে। ওই দুই বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য আলাদা আসনও বরাদ্দ রাখা হয়েছে। সি ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি। এর মধ্যে মানবিক বিভাগে পাস করা শিক্ষার্থীদের জন্য ২২টি, বিজ্ঞান বিভাগের জন্য ১৭৭টি আর বাকি ৪৪১টি আসন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য।

বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এ ইউনিটে আবেদন করেছেন ৭৭ হাজার ৭৫৬, বি ইউনিটে ৫৬ হাজার ৭১০, সি ইউনিটের বিজ্ঞান বিভাগে ২ হাজার ৫৭৯, মানবিক বিভাগে ৮১১ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৮৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অন্যদিকে ‘ডি’ ইউনিটে ৫২ হাজার ৪৮৮ জন, বি-১ উপইউনিটে ২ হাজার ৭৫৫ জন, ডি-১ উপইউনিটে ৩ হাজার ৩৯৮ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন।

সেই হিসেবে এ ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থী প্রায় ৬৪ জন। বি ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৬ জন, সি ইউনিটের বিজ্ঞান বিভাগে ১৪ জন, মানবিক বিভাগে ৩৭ জন, ব্যবসায় প্রশাসন বিভাগে ৪০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অন্যদিকে  ডি ইউনিটে  প্রতি আসনের বিপরীতে ৫৫ জন, বি-১ উপইউনিটে  ২২ জন ও ডি-১ উপইউনিটে ১১৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

পরীক্ষার সূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ মে, শেষ হবে ২৫ মে। এর মধ্যে আগামী ১৬ ও ১৭ আগস্ট এ ইউনিট, ১৯ আগস্ট সি ইউনিট, ২০ ও ২১ আগস্ট বি ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0029158592224121