চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২৪ শিক্ষাবর্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে এমএ ইন ইএলটি কোর্সে ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আধুনিক ভাষা ইনস্টিটিউট অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ১০ মে থেকে ২৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায়। মৌখিক পরীক্ষা নেওয়া হবে দুপুর ১৩ জুলাই বৃহস্পতিবার ১২টায়। ফলাফল প্রকাশ করা হবে ১৭ জুলাই সোমবার। ভর্তির জন্য নির্বাচিত ছাত্র/ছাত্রীদের ইনস্টিটিউট অফিস থেকে ভর্তির মূল ফরম ও রেজিস্ট্রেশন ফরম পূরণ করে ডেপুটি রেজিস্ট্রারে (একাডেমিক) ছাড়পত্র নিয়ে অগ্রণী ব্যাংক, চবি শাখায় ভর্তি ফি জমা দেওয়ার সময়সীমা ২৩ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের ছাড়পত্র নিয়ে অগ্রণী ব্যাংক চবি শাখায় ভর্তি ফি জমা দেওয়ার সময়সীমা ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত। ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ২০ আগস্ট বেলা ১১টায়। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের এই (https://cu.ac.bd/noticeboard/) ওয়েবসাইটে দেখুন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।