দৈনিক শিক্ষাডটকম, চবি: চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন। আগামী ৮ ডিসেম্বর সমাবর্তন আয়োজনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ২০২৪ খ্রিষ্টাব্দের ৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চবির ৫ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে সদয় অনুমতি ও সমাবর্তনে সভাপতিত্ব করার সম্মতি প্রদান করেছেন। তাই প্রযোজ্য ক্ষেত্রসমূহে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, গত মঙ্গলবার বঙ্গবভনে রাষ্ট্রপতির কার্যালয়ে চবির আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এসময় চবি উপাচার্য রাষ্ট্রপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করলে রাষ্ট্রপতি এতে সম্মতি প্রকাশ করেন এবং চলতি বছরের ৮ ডিসেম্বর সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য চবি উপাচার্যকে নির্দেশনা প্রদান করেন।