দৈনিক শিক্ষাডটকম চবি : চলমান অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা দেওয়ার ঘটনায় দুইজন নিরাপত্তা প্রহরীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে দায়িত্বে অবহেলার কারণে এ শোকজ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দুই নিরাপত্তা প্রহরী হলেন- শাহাদাত হোসাইন ও মোহাম্মদ সাইদুল আলম। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রশাসনিক ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা।
একইদিন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, কারা তালা দিয়েছে এ বিষয়ে এখনো বলা যাচ্ছে না। ছবি তোলার পর হয়তো তালা খুলে ফেলেছে তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে দায়িত্বে অবহেলার জন্য সেখানে প্রহরীর দায়িত্বে থাকা দুইজন নিরাপত্তাকর্মীকে শোকজ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের ভারপ্রাপ্ত প্রধান আব্দুর রাজ্জাক বলেন, দুইজন নিরাপত্তা কর্মীকে শোকজ করা হয়েছে। তাদেরকে তিনদিন সময় দেওয়া হয়েছে। তাদের বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।