দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের খবর পাওয়া যায়। এসব সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছিরের নাম উঠে আসে বারবার। চবিতে ছাত্রলীগের সংঘর্ষ নিয়ে বিভিন্ন সরকারি গোয়েন্দা প্রতিবেদনেও উঠে আসে উপমন্ত্রীর নাম। বিষয়টি উল্লেখ করে তা নিয়ে পীড়ায় ভোগেন বলে জানালেন উপমন্ত্রী নিজেই।
মহিবুল হাসান চৌধুরী বললেন, এই বিষয়টা নিয়ে আমি অনেক প্যাড়ায় আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারি গোয়েন্দাদের রিপোর্ট উপমন্ত্রী হিসেবে আমাকেই পাঠায়। কিন্তু রিপোর্টে আমার নাম দেখে খুব অস্বস্তিতে পড়ি।
মঙ্গলবার চট্টগ্রামের জামালখান সিনিয়রস্ ক্লাবে নির্বাচনী বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন সংসদ সদস্য, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে উপমন্ত্রী আরো বলেন, ভিসিকে আমি আগেও বলেছি, বহিরাগত, যারা ১০ বছরেও আন্ডারগ্র্যাজুয়েট শেষ করতে পারেনি, তারা বহিরাগত, তাদের যেনো বের করে দেয়। নির্বাচনের পর এটা নিয়ে চিঠি আকারে দেবো।
তিনি বলেন, এসব অছাত্ররা বুলিং করে, র্যাগিং করে। শার্টের হাতা কেনো তুলে দিলো না, এটা নিয়ে মারামারি করে। আর এসবের দায় এসে পড়ে রাজনীতির ওপর। আমাদের ওপর। উপমন্ত্রী ভিসিকে উদ্দেশ করে বলেন, আপনার যাওয়ারও সময় হচ্ছে, তাঁর বিদায়ের আগে অছাত্রদের বের করে দেয়ার আহ্বান জানান তিনি।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি ধারা। একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী অন্যটি চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অনুসারী। মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রীর পাশে বসে থাকা আজম নাসির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় ভিসিকে বলেছি, এখানে রাজনৈতিক কোনো কিছু নেই। তারা তারা মারামারি করবে এটাকে রাজনৈতিক রূপ দেবে এটা যেনো না হয়। বিশ্ববিদ্যালয় তাদের মতো ব্যবস্থা নেবে।
দুপুর একটার দিকে ক্লাবে আসেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।