সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উচ্চ আদালতের রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক ৭ শতাংশ কোটা পদ্ধতি অনুসরণ শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
সোমবার (১৯ আগস্ট) জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের নিয়োগসংক্রান্ত এক প্রজ্ঞাপনে নতুন পদ্ধতি অনুসরণ করা হয়।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবশেষ রায় মোতাবেক সরকারি চাকরিতে প্রবেশে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং কোটায় ৭ শতাংশ নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় ১ শতাংশ প্রার্থী নিয়োগ পাবেন।