দৈনিকশিক্ষা প্রতিবেদক : বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ২৭৯ জন শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হয়েছে। বৃহস্পতিবার তাদের চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মন্ত্রণালয় জানিয়েছে, সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি ৭ ও সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালা-১৯৮০ বিধি-৮ অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৭৯ জন কর্মকর্তার চাকরি তাদের যোগদানের তারিখ থেকে স্থায়ী করা হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য চাকরি স্থায়ী হওয়া শিক্ষকদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।