কেন্দ্রস্থিত প্রতিষ্ঠান চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) সরকারি বিধি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অর্ডিনেন্স মোতাবেক শূন্য ও সৃষ্টপদ সমূহে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
১। অধ্যক্ষ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামি বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসাসমূহ হতে কামিল ডিগ্রি অথবা ইসলামি বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি কামিল/ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ/মুহাদ্দিস/মুফাসসির/ ফকিহ/আদিব সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতা এবং প্রভাষক পদে (আরবী বিষয়ে) কামিল/ ফাযিল মাদ্রাসায় ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বেতন গ্রেড-৪।
২। ইবতেদায়ী প্রধান-বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল ডিগ্রি/ইসলামি বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসাসমূহ হতে ফাযিল বা সমমান ডিগ্রি। ইবতেদায়ি মৌলবী পদে ৮ বছরের অভিজ্ঞতা অথবা এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত। বেতন গ্রেড-১১।
৩। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর-আলিম বা এইচএসসি/সমমান, আরবি কম্পিউটার অপারেটিং-এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব-৩৫ বছর। বেতন গ্রেড-১৬।
আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ পদে ১০০০ টাকা, ইবতেদায়ি প্রধান ও অফিস সহকারী পদে ৫০০ টাকা মাদরাসার নামে সোনালী ব্যাংক, গাজীপুর শাখা, চাঁদপুর, ব্যাংক ড্রাফটসহ অতিরিক্ত জেলা প্রকাশক (সার্বিক), চাঁদপুর ও সভাপতি চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসা, পো: চান্দ্রা-(৩৬৫১), ফরিদগঞ্জ, চাঁদপুর বরাবর পৌছাতে হবে।
যোগাযোগ:- অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসা, পো: চান্দ্রা-(৩৬৫১), ফরিদগঞ্জ, চাঁদপুর।
মোবাইল:- 01720443495