বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জয়নুল মেলা’।
শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে সকাল ৯ টায় প্রাতরাশ শেষে সাড়ে ৯টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
পরে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়া জয়নুল সম্মাননা ২০২৩ প্রাপ্ত শিল্পীদ্বয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান এবং ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং শিল্পাচার্যপুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংগাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী নূরুল ইসলাম এবং বিকাশের সিএমও মীর নওবত আলী।
উল্লেখ্য, ১৯৯৮ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মরণে প্রথমবার জয়নুল উৎসব হয়েছিল। পরের কয়েক বছর তা হয়নি। এরপর থেকে নতুন করে ২০০৯ সাল থেকে প্রতিবছর নিয়মিত আয়োজিত হচ্ছে এ উৎসব। এবারের জয়নুল মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।