সাশ্রয়ী অথচ উন্নত মানের শিক্ষায় শুধু ইউরোপই নয়; এগিয়ে রয়েছে এশিয়ার দেশগুলোও। পৃথিবীর বৃহত্তম এই মহাদেশটির বিশ্ববিদ্যালয়গুলোরও স্থান রয়েছে বিশ্বের প্রথম সারির বিদ্যাপীঠগুলোর তালিকায়। এগুলোর মধ্যে সর্বাপেক্ষা এগিয়ে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যুগ যুগ ধরে স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে দেশটি স্বাগত জানিয়ে আসছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতিতে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ চীন। আর্থসামাজিক দিক থেকেও দেশটিতে জীবনধারণের মান এশিয়ার অন্য দেশ থেকে অনেকটা উন্নত। দেশটির অপরাধ সূচক ২৪ দশমিক ৪ এবং শান্তি সূচক ২ দশমিক ১০১।
চীনে ডংহুয়া ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ ২০২৫-২৬-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এটি চীন সরকারের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তির জন্য আবেদনে আগ্রহী শিক্ষার্থীদের আইইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই।
ডংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের সাংহাইয়ের একটি পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত। ১৯৫১ খ্রিষ্টাব্দের জুনে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি মূলত ইস্ট চায়না ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি নামে পরিচিত ছিলো। পরে ১৯৮৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে চায়না টেক্সটাইল ইউনিভার্সিটি করা হয়। এরপর ১৯৯৯ খ্রিষ্টাব্দের আগস্টে এটিকে আবার ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা হয়।
সুযোগ-সুবিধা
চীন সরকারের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। মাস্টার্সের জন্য মাসিক উপবৃত্তি হিসাবে ৩ হাজার চায়নিজ ইউয়ান ও পিএইচডির জন্য সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেয়া হবে। এ ছাড়া সাংহাই সরকারি বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
অধ্যায়নের বিষয়গুলো
তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ স্কুল, সাংহাই ইন্টারন্যাশনাল কলেজ অব ফ্যাশন অ্যান্ড ইনোভেশন, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, কলেজ অব কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেক্সটাইল সায়েন্স কলেজ, মানবিক কলেজ ও বিজ্ঞান কলেজ।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
চীনা সরকারি বৃত্তির জন্য আবেদনপত্র, আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র, শারীরিক পরীক্ষার সনদ, নন-ক্রিমিনাল রেকর্ড, মূল সর্বোচ্চ ডিগ্রির কপি, দুটি সুপারিশ চিঠি, একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব, ভাষার দক্ষতার প্রশংসাপত্র ইত্যাদি।
আবেদনের যোগ্যতা
আগ্রহী শিক্ষার্থীদের চীনের নাগরিকত্ব থাকা যাবে না। ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে। স্নাতকোত্তর প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া উচিত নয়। পিএইচডি প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রার্থীদের বয়স ৪০ বছরের বেশি হওয়া উচিত নয়। স্নাতকের জন্য প্রার্থীদের ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বৈধ পাসপোর্ট থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের https://english.dhu.edu.cn/2022/1125/c5221a318633/page.htm মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।