চীনের গুয়াংডং প্রদেশের একটি স্কুলে ছুরি হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ সোমবার (১০ জুলাই) স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এ ঘটনায় উ নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগর কর্তৃপক্ষের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিক্ষার্থী, দুজন অভিভাবক ও একজন শিক্ষক রয়েছেন।
চীনে এ ধরনের হামলা খুব একটা দেখা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে স্কুলসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।
এর মধ্যে গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ছয়জন। এর আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের বেইলিউ শহরে ছুরিকাঘাতে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় ১৬ জন।