চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই) বিভাগের আয়োজনে শুরু চলছে হয়েছে দু’দিনের ইটিই ইনফিক্সন উৎসব। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসব শেষ হয় শুক্রবার সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে।
শেষ দিনে ছিল দাবা প্রতিযোগিতা, সার্কিট অলিম্পিয়াড, টেলিযোগাযোগ প্রতিযোগিতা। সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতায় দেশের জনপ্রিয় ব্যান্ড মেট্রোলাইফ এবং সঙ্গিতশিল্পী অর্ঘ্য দেব।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং সভাপতিত্ব করেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন।
চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের পথে হাঁটছি। টেলিকমিউনিকেশন সেক্টর এখন অনেক এগিয়ে গেছে। বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ইটিই গ্র্যাজুয়েটদের অবদান রাখতে হবে। মাত্র এক দশকের পথচলায় ইটিই বিভাগ দারুণ সফলতা দেখিয়েছে।বিষয়টা আমাদের জন্য আশাব্যঞ্জক।