দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চেইন অব কমান্ড মেনে চলার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে নানা অভিযোগ দিচ্ছেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি সচিবের কাছে শিক্ষকদের অভিযোগ দাখিলকে চেইন অব কমান্ড ভঙ্গ বলে আখ্যায়িত করে অধিদপ্তর বলছে, এ কাজ অপরাধ। চেইন অব কমান্ড মেনে ভবিষ্যতে এ ধরণের কাজ না করতে শিক্ষকদের নির্দেশনা দিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
গত ৯ ডিসেম্বর অধিদপ্তরের উপপরিচালক ড. নাছিমা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ দাখিল না করে সরাসরি সচিব বরাবর দাখিল করে চেইন অব কমান্ড ভঙ্গ করা হচ্ছে। যা অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। অভিযোগপত্রে অভিযোগকারী হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নাম ব্যবহার করা হচ্ছে।
এ অবস্থায় স্কুলগুলোর শিক্ষকদের চেইন অব কমান্ড মেনে চলার পরামর্শ দিতে ও ভবিষ্যতের এ ধরনের কাজ না করার বিষয়ে নির্দেশনা দিতে চিঠিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।