বিদ্যালয়ের নাম ছিলো চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের এমন উদ্ভট নামে অস্বস্তিতে ছিলেন এলাকাবাসী ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়টির অবস্থান নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চোরের ভিটা গ্রামে। বিদ্যালয়টির এমন উদ্ভট নাম পরিবর্তনের দাবি উঠলেও তা পরিবর্তন হচ্ছিল না। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন হয়েছে। স্কুলের নতুন নাম আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে খুশি প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে এ সংক্রান্ত সভায় চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতিবাচক নামের পরিবর্তন আনা হয়। অন্য দুটি স্কুলের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন করে মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
নাম পরিবর্তনে খুশি শিক্ষার্থীরা। সাবেক চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, আগে কোন স্কুলে পড় জানতে চাইলে স্কুলের নাম বলে সংকোচে থাকতাম। এখন আর স্কুলের নাম নিয়ে লজ্জা পেতে হবে না।
আরো পড়ুন : স্কুলের শ্রুতিকটু নাম পরিবর্তন শুরু
বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ার খবরে এলাকাবাসীসহ আমরা সবাই খুশি। এর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে। চোরের ভিটা নামটি মানুষের সামনে বলতে লজ্জা লাগতো। এই নাম পরিবর্তনের মাধ্যমে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সেই লজ্জা ও অস্বঃস্তি থেকে মুক্তি পেয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন কমিটির সদস্য সচিব মো. মফিজুল হক দৈনিক শিক্ষাডটকমকে জানান, তাদের আবেদনের প্রেক্ষিতে পূর্বধলার চোরেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে এখন আলোরভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। মন্ত্রণালয়ের সভায় এ নতুন নাম অনুমোদিত হয়েছে। তবে এখন পর্যন্ত নতুন নামের কোনো আদেশ বা কাগজ পাননি।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন কমিটির সভাপতি শেখ জাহিদ হাসান প্রিন্স দৈনিক শিক্ষাডটকমকে বলেন, চলতি বছরের শুরুর দিকে বিদ্যালয়টির নতুন নাম আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রস্তাব করে জেলার প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তারই প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সভায় নাম পরিবর্তনের বিষয়টি গৃহীত হয় এবং বিদ্যালয়টি নতুন নামকরণ হয়।