ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাবি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। এসএমএস ও অনলাইন দুই মাধ্যমেই সিট প্ল্যান দেখা যাবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) এ সিট প্ল্যান প্রকাশিত হয়।
অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে লগইন করে সিট প্ল্যান দেখা যাবে। এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে সিট প্ল্যান দেখা যাবে।
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হবে। ‘চ’ ইউনিটে মোট ১৩০টি আসনের বিপরীতে প্রায় ৭ হাজার ৯৬টি আবেদন পড়েছে।