দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্রকে শিক্ষকের গুলি করার ঘটনা তদন্তে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তিন সদস্যের তদন্ত দল।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তদন্ত শুরু করেন তারা। এরপর সেই ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে তদন্ত কমিটির তিনজন কলেজে এসে পৌঁছান। এরপর তারা যান কলেজ হোস্টেলে। সেখানে গিয়ে প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। এরপর কথা বলেন তাদের হোস্টেলের শিক্ষার্থী ও সহপাঠীদের সঙ্গে।
তিনি বলেন, তারা এখনো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেননি। ভুক্তভোগীসহ সবার সঙ্গে কথা বলে হয়তো ওখানে যাবেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।
আরও পড়ুন: বিদেশি পিস্তলের ছবি দেখলেই ডাউনলোড করতেন ছাত্রকে গুলি করা শিক্ষক
সোমবার (৪ মার্চ) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ সই করা এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠণ করা হয় বলেও জানান অধ্যক্ষ আমিরুল হোসেন।
মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সোমবার ক্লাসে ভাইভা চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় শিক্ষক রায়হান শরীফের। একপর্যায়ে গুলি ছোড়েন তিনি। গুলিটি তমালের ডান পায়ের ঊরুতে লাগে। তমাল ওই মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে তার ব্যবহৃত পিস্তলটি জব্দ করেছে পুলিশ।