পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবুকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গত রোববার খাইরুল ইসলাম বাবুকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সহসভাপতির পদসহ সব দায়িত্ব থেকে বাবুকে অব্যাহতি দেয়া হলো।
দলীয় সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে অসাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের যৌথ সিদ্ধান্তে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেল দৈনিক শিক্ষডটকমকে জানান, সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত। সংগঠনের দায়িত্বশীল পদে থেকে কেউ যদি অসাংগঠনিক আচরণ করে তাহলে তাদের সবার ক্ষেত্রে সাংগঠনিক শাস্তি প্রযোজ্য।