মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মনির হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
১৪ বছর পলাতক থাকার পর গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-১১।
বিকেলে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০৯ খ্রিষ্টাব্দের ৪ জুন বরিশাল নগরীর বাবুগঞ্জ থানা এলাকায় মাদরাসায় যাওয়ার সময় দশম শ্রেণির এক ছাত্রীকে মো. মনির হোসেন ও তার কয়েকজন সহযোগী মিলে অপহরণ করে নিয়ে যান। ভুক্তভোগীকে বরিশাল নগরীর একটি বাসায় রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন তারা।
পরদিন ভুক্তভোগীকে নিয়ে মনির ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় যান। এ সময় মেয়েটির বাবাকে দেখে তিনি পালিয়ে যান। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
এএসপি শিহাব করিম জানান, মামলা দায়ের পর থেকে আসামি পলাতক ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ধর্ষণের দায়ে মনিরের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড হয়। তার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।
আসামি মনির হোসেন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বাড়ায়। কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।