যশোরের অভয়নগরে ছাত্রীকে বাল্যবিয়ের অপরাধে বর ও ঘটকসহ তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রফেসরপাড়া সংলগ্ন একটি বাড়িতে গিয়ে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। পরে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ওই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেন।
দণ্ডিতরা হলেন, হৃদয় শেখ (২৪), ছাত্রী নানি রোজিনা খাতুন (৪৫) ও ঘটক সেলিনা বেগম। ‘বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭’ মোতাবেক তাদের ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে নওয়াপাড়া পৌরসভার প্রফেসরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়েতে জড়িত থাকায় তিনজনকে কারাদন্ড দেয়া হয়েছে। এসময় উপস্থিত পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ওই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেন।